পৃথিবীর বাইরে থেকে কোন এলিয়েন স্পেসশিপে করে এসে পৃথিবীকে হামলা বা কোন বিশাল আকারের উল্কা পিণ্ড পৃথিবীতে এসে পরা নিয়ে কি তুমি ভয়ে আছো ? তাহলে ওদের কথা ভুলে যাও ! কারন আমাদের চারপাশে আছে এমন এক বস্তু যেটা প্রকৃত অর্থে আরও বেশি ভয়ঙ্কর । বিষয়টা শুধু আমাদের জন্যই না পুরো মহাবিশ্বের জন্যই ভয়াবহ । বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন Strange Matter ।
আমরা strange matter এর কোন অস্তিত্ব দেখতে না পেলে ও বিজ্ঞানীরা বিশ্বাস করেন নির্দিষ্ট পরিস্থিতিতে (যদিও এর অস্তিত্ব শুধুমাত্র theory দিয়েই ব্যাখ্যা করা সম্ভব হয়েছে ) এদের সৃষ্টি হয় এবং এরা এতই ভয়ানক যে এক নিমেষে গিলে ফেলতে পারে আমাদের পুরো পৃথিবীটাকেই !
Strange Matter সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে হলে আমাদেরকে পরমাণুর গঠন সম্পর্কে জানতে হবে । আমাদেরকে জানতে হবে প্রোটন , নিউট্রন ও নিউট্রন স্টার কি ।তোমার হাতের দিকে তাকাও । ওখানে দেখতে পাবে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতির কোষ । আরেকটু ভেতরের দিকে গেলে দেখবে কোষগুলো অসংখ্য অনু-পরমাণুর সমন্বয়ে গঠিত। অনু পরমাণু গুলোকে স্থিতিশীল রাখতে এর মধ্যে রয়েছে nucleus , আর আছে nucleus কে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান electron সমূহ । এই পরমাণু গুলো তাদের শক্তিবলে একসাথে যুক্ত থাকে , তোমার হাতের আকৃতি বজায় রাখে । তাই আমরা বল প্রয়োগ করলে কঠিন পদার্থের আকৃতির সহজাত পরিবর্তন হয় না । কিন্তু মনে কর তুমি এতো জোরে চাপ দিয়েছ যে nucleus এর মধ্যে যে proton, neutron আছে তাদের মধ্যে ক্রিয়া–বিক্রিয়া শুরু হয়ে গিয়েছে । চাপের প্রভাবে তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন ধরনের উপাদান । আগেই বলে রাখা ভাল এই রকম অতিরিক্ত চাপ আমাদের হাতে প্রয়োগ করা সম্ভব না । এই ঘটনাটা ঘটে Neutron Star এর বেলায়।
এইবার পরিচয় করিয়ে দেয়া যাক Neutron Star এর সাথে । কোন তারা জ্বলতে জ্বলতে এক পর্যায়ে তার জ্বালানি শেষ করে ফেলেছে । জ্বালানী শেষ হওয়ার পর যখন তারাটির সব Hydrogen পরমাণু ক্রমান্বয়ে আয়রন পরমানুতে পরিণত হয় , তাদের মধ্যে তীব্র gravitational force এর উদ্ভব ঘটে । সংগঠিত হয় Supernova বিস্ফোরণ । তারার মধ্যে যে সব বস্তু ছিল তারা মহাকাশে এদিক ওদিক ছুটে বেরাতে থাকে । অবশিষ্ট বস্তু কণা গুলো একত্রে থেকে একে অপরের খুব কাছাকাছি চলে আসে । এতোটাই কাছে যে nuclei গুলো প্রচণ্ড চাপে পরিবর্তিত হয়ে যায় । পরমাণুর proton ও electron গুলো একে একে neutron এ পরিনত হয় । তৈরি করে Neutron Star । যা এতোটাই ঘন সন্নিবেশিত যেন পুর Mount Everest বুঝি প্রাকৃতিক কোন কারনে চিনির এক কণায় পরিনত হয়েছে ! এই neutron star ই হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে সবচেয়ে উচ্চ ঘনত্বের বস্তু , যার ১ চামচ এর ভরই প্রায় ১০ মিলিয়ন টন ।
বিজ্ঞানীরা বলেন এই neutron star একটা পর্যায়ে গিয়ে তার এই অতিরিক্ত ভর বহন করতে পারবেনা এবং ধসে পরবে । জন্ম দিবে Quark Star এর যা neutron star এর চেয়েও অধিক ঘনত্বের। বুঝতেই পারছো , নাম যেহেতু পরিবর্তিত হয়েছে এর গঠন এ ও পরিবর্তন ঘটবে । আর সেই পরিবর্তনটা হলো Quark Star এর কেন্দ্রে “Strange Quark” নামক এক প্রকার quark এর জন্ম হয় ।
এখন প্রশ্ন হল , এদের strange বা অদ্ভুত বলার কারন কি ? সাধারনভাবে বললে এই Quark গুলো অদ্ভুত কারন এরা সাধারন quark এর মত আচরন করেনা । এই strange quark যদি সংখ্যায় অনেক বেশি হয় , তারা Strange Matter বলে পরিচিতি। ।
হাতে এক টুকরো লোহার পাত নাও । এইবার চাপ দাও । তোমার গায়ের যতো জোর আছে তার চেয়েও অনেক অনেক বেশি জোরে চাপ দিলে এদের পরমানু গুলো পরিবর্তিত হয়ে যাবে । তাদের তখন আর আয়রন পরমাণু বলা যাবে না। এদের সাধারন quark গুলো quark থেকে Strange Quark এ রূপান্তরিত হবে। তখন আমাদের হাতে যা অবশিষ্ট থাকবে তাকে আমরা আর আয়রন পরমাণু বলবো না। তাকে আমরা বলব “Strangelet” যা হল “Strange Matter” এর ছোট টুকরা।যার অস্তিত্ব আমাদের পৃথিবীতে নেই !
আমাদের পৃথিবীতে যে সব পরমাণু আমরা দেখতে পাই তার মধ্যে neutron , proton, electron গুলো নিউক্লিয় বল দ্বারা একটা ক্ষুদ্র জায়গাতে অবস্থান করলেও এই Strange matter এর কোন নির্ধারিত জায়গা নেই । এরা অধিক এর চেয়েও অধিক মাত্রায় স্থিতিশীল , এদের ধ্বংস করা অসম্ভব ।
এরা মহাবিশ্বের যে কোনো স্থানে অবস্থান করতে পারে। যে কোন স্থানে!! Neutron star এর বাইরেও !আর বেশি ভয়ের কথা হল এই strange matter হতে পারে সংক্রামক ! হ্যাঁ অনেক টাই ভাইরাসদের মত । কিন্তু আরও বেশি ভয়ানক । কারন তোমার টেবিলে রাখা এক গ্লাস strange matter শুধু তোমার টেবিল , টেবিল এর উপরে রাখা মগ, প্লেট, গ্লাস।
আর খাবার গুলো কেই সংক্রমিত করবেনা , সংক্রমিত করবে তোমার বাসা , তোমার শহর , এমনকি আমাদের পুরো Milkyway Galaxy কেই ! এটা যাকেই ছুঁয়ে দেখবে , সেই তার মত অদ্ভুত হয়ে যাবে !
তবে এই Neutron star গুলো আছে আমাদের চেয়ে কয়েক হাজার আলোকবর্ষ দূরে । তাহলে তারা কিভাবেই বা আমাদের ক্ষতি করবে?
ক্ষতি করবে কারন যখন দুটো neutron star একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা কোন একটি blackhole এ গিয়ে পরে , তখনি তারা মুক্ত হয়ে পরে । তখন তারা ঘণ্টায়ে কয়েক মিলিয়ন মাইল বেগে চারপাশে ছড়িয়ে পরতে থাকে ।
তারা আর না থেমে চলতেই থাকে এবং সামনে যে পরে তাকেই নিজেদের মত বানিয়ে ফেলে ! দুঃখের কথা হচ্ছে এই strangelet গুলো কখনও ভেবেও দেখেনা যে তারা কোনো তারা নাকি কোনো গ্রহকে আক্রমন করছে ! তারা তাদের বংশকে ক্রমেই বৃদ্ধি করতে থাকে!