বিখ্যাত কস্মোলোজিস্ট, জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিদ, গণিতবিদ প্রফেসর জামাল নজরুল ইসলাম আমাদের দেশের গর্ব, আমাদের দেশের জ্যোতির্বিজ্ঞানের অগ্রদূত। তাঁর জ্যোতির্বিজ্ঞানে অবদান শিক্ষার্থীদের জানানোর লক্ষ্যেই এবারের ওয়ার্কশপে থাকছে তাঁর উল্লেখযোগ্য অবদান নিয়ে আলোচনা।
ওয়ার্কশপটিতে স্পিকার হিসেবে থাকছেন জনপ্রিয় Physicist এবং তোমাদের সবার প্রিয় Hasibul Hossain Rifat ভাইয়া।
কী পাচ্ছো ওয়ার্কশপটিতে?
Guideline and Classes from Experts
Certificate
Special Astronomy Notes
Snacks
তারিখ: ২৫শে জুলাই, ২০২৪
ভেন্যু: বিশ্ব সাহিত্য কেন্দ্র
কারা অংশগ্রহণ করতে পারবে?
ক্লাস ৬-১২ এর যেকোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
আসন সংখ্যা: মাত্র ৩০জন
রেজিস্ট্রেশন ফি: ৫৬০টাকা
পার্সোনাল বিকাশ নাম্বারঃ 01931671192
রেজিস্ট্রেশনের শেষ তারিখ কবে?
২২/০৭/২০২৪, রাত ১১টা ৫৯মিনিট
টাকা পাঠাতে ভুল করলে এবং ট্রাঞ্জেকশন নাম্বার দিতে ভুল করলে কর্তৃপক্ষ দায়ী থাকবেনা। যথাযথভাবে সবকিছু সম্পন্ন হলেই কেবল ওয়ার্কশপে অংশ নিতে পারবে।
আমাদের সাথে যুক্ত হতে নীচের সোশাল মিডিয়াগুলো ফলো করো এখনি
অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/astronomypathshala
অফিসিয়াল ইউটিউব চ্যানেল https://www.youtube.com/@astronomypathshalaofficial
অফিসিয়াল ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/1682010375163061
যেকোনো প্রয়োজনে আমাদের অফিসিয়াল নাম্বারে WhatsApp করলেই আমাদের টিম তোমাদেরকে সহযোগিতা করবে।
তাহলে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে অফলাইন ওয়ার্কশপে।