কল্পনা চাওলাঃ মহাকাশে হারিয়ে যাওয়া এক নভোচারি
১৯৬২ সালের ১৭ মার্চ কল্পনা চাওলা ভারতের হারিয়ানা রাজ্যের কার্নাল গ্রামে জন্মগ্রহন করেন।বাবা মায়ের চার সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। গ্রীষ্মকালে যখন তারা রাতে ঘরের ছাদে শুয়ে থাকত, তখন কল্পনা রাতের আকাশে জ্বলজ্বল করতে থাকা তারাদের দিকে অবাক চোখে তাকিয়ে থাকতেন। চাওলা ভারতের কারনালে জন্মগ্রহণ করেন এবং শৈশব থেকেই ফ্লাইটের প্রতি মুগ্ধ ছিলেন। চাওলার