Moon

চাঁদের উৎপত্তি কীভাবে হলো?

আমি নিশ্চিত আমার মতো, শতকরা ১ ভাগ হলেও, কেউ না কেউ হাইওয়ের ঘোরগাড়ী কিংবা অড সিগনেচারের ঘুম শুনতে শুনতে জ্যোৎস্না রাতের সেই অপরূপ সৌন্দর্যে ভরা চাঁদের দিকে মহিমুগ্ধ হয়ে তাকিয়ে ছিলো ঘন্টার পর ঘন্টা। বিষয়টা ভাবতেই ভেতরে ভেতরে এক প্রকার অপ্রতিরোধ্য বিস্ময়ের অনুভূতি তৈরী হয় যে, এই পৃথিবীর বাহিরেও আধারের আলো হয়ে সদম্ভে বসে আছে