আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ইংরেজি: International Space Station (ISS) ) হলো পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত একটি বাসযোগ্য কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর নিম্ন কক্ষপথের বৃহত্তম মডুলার স্পেস স্টেশন কে বলা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS)। আসলে কোন স্টেশন না, এটি একটি বিশাল মহাকাশযান। পৃথিবিতে করা সম্ভব নয় এমন গবেষনা স্পেস স্টেশনে করা হয়।
ISS এ জড়িত পাঁচটি সংস্থা:
এটি আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় পাঁচটি মহাকাশ গবেষণা সংস্থার একটি সমন্বিত প্রকল্প। প্রকল্পটিতে পাঁচটি মহাকাশ সংস্থা জড়িত| এই পাঁচটি সংস্থা হচ্ছে:
এর নিয়ন্ত্রক হিসেবে ১৬ টি দেশ কাজ করে | যথাক্রমে আমেরিকা,রাশিয়া,ব্রাজিল,কানাডা,জাপান,ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম,ফ্রান্স,ডেনমার্ক,ইতালি,নেদারল্যান্ড,সুইডেন,জার্মানী,সুইজারল্যান্ড,নরওয়ে।
চিত্র: পাঁচটি সংস্থা
চিত্র: ISS logo
ISS পৃথিবীপৃষ্ঠ থেকে ২২০ মাইল উপরে একটি অক্ষপথ ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করে বেড়াচেছ। এই মহাকাশযানে মহাকাশবিজ্ঞানীরা একটি নির্দিষ্ট সময় ধরে বসবাস করেন এবং মহাকাশ বিষয়ক গবেষণা করেন। এই গবেষণাগুলো মূলত NASA- ই পরিচালনা করে থাকে। এ ধরণের গবেষণার মূল উদ্দেশ্য মহাকাশকে আরও ভালোভাবে চেনা জানা। গবেষণায় খরচকৃত অর্থ ১৬ টি দেশই বহন করে।
ISS এর গঠন:
এই স্যাটেলাইটির দৈর্ঘ্য প্রায় ২৩৯.৪ ফুট, প্রস্থ ৩৫৭.৫ ফুট এবং এর ভর ৪১৯৭২৫ কেজি। বিস্তারিত ছবিতে :
ISS সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য: