মহাকাশে পৌঁছেই বিশ্ববাসীকে সালাম দিলেন নভোচারী

  • Home
  • মহাকাশে পৌঁছেই বিশ্ববাসীকে সালাম দিলেন নভোচারী
Shape Image One
মহাকাশে পৌঁছেই বিশ্ববাসীকে সালাম দিলেন নভোচারী

রকেটে করে আন্তর্জাতিক স্পেস স্টেশনে মানুষ পাঠানো কিন্তু নতুন কোনো বিষয় নয়। প্রতিদিনই কম বেশি আমরা নিউজে দেখে থাকি কিংবা পড়ে থাকি যে আজকে ইলন মাস্কের SpaceX এর রকেটে চড়ে এতোজন মহাকাশে পাড়ি দিয়েছে কিংবা কালকে মহাকাশে যাচ্ছে একদল ক্রু। কিন্তু এবার ঘটলো এক বিস্ময়কর ঘটনা যা এর আগে ঘটেছে বলে আমার জানা নেই। গত বৃহস্পতিবার ইলন মাস্কের SpaceX  এর রকেটে চড়ে একদল ক্রু পাড়ি জমায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এই ক্রুদের মধ্যে একজন ছিলেন সংযুক্ত আরব আমিরাত বা UAE এর একজন নভোচারী যার নাম হলো সুলতান আলনেয়াদি। তিনি আরব আমিরাতের দ্বিতীয় মহাকাশ্চারী হিসেবে এই যাত্রায় অংশ নিয়েছেন। তিনি কিন্তু আবার মার্শাল আর্ট প্রেমীও বটে। তিনি মহাকাশে পৌঁছেই পুরো বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেছেন, “আসসালামু আলাইকুম” এবং এই ঘটনা কিন্তু খুব কমই দেখা যায়।

এরপর তিনি তাঁর সংক্ষিপ্ত ভাষণে স্মরণ করেন তাঁর পরিবার এবং পিতামাতাকে, ধন্যবাদ জানান তাঁর পরিবার, তাঁর লিডার এবং মোহাম্মদ রশিদ স্পেস সেন্টারকে। সাথে আরো ধন্যবাদ জানান তাঁদের সমস্ত প্রশিক্ষকদেরকে, NASA এবং SpaceX কে। আলনেয়াদি লন্ডনে ইলেক্ট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে ডেটা লিকেজ প্রতিরোধ প্রযুক্তির উপর তাঁর পিএইচডি সম্পন্ন করেন। এছাড়াও আলনেয়াদি সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীতে ২০বছর কাজ করেছেন।

গত বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে NASA -র Kennedy Space Center থেকে SpaceX এর Falcon-9 রকেটে করে তাঁরা যাত্রা শুরু করেন এবং পৃথিবী থেকে ৪২০কিলোমিটার দূরত্বে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাঁরা শুক্রবার পৌঁছেছেন এবং সেখানে তাঁরা ৬মাস অবস্থান করবেন। মহাকাশে আলনেয়াদি চাঁদ এবং মঙ্গল গ্রহের ভবিষ্যত মিশনের প্রস্তুতির জন্য মানবদেহে মাইক্রোগ্র্যাভিটির প্রভাব নিয়ে গবেষণা করবেন।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!